Header Ads

Header ADS

তিন ফরম্যাটে সর্বোচ্চ ছক্কার বিশ্বরেকর্ড গড়লেন রোহিত


ক্রিকেটের তিন ফরম্যাট টেস্ট-ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে এক বছরে সর্বোচ্চ ছক্কার বিশ্বরেকর্ড
গড়েছেন ভারতের ওপেনার রোহিত শর্মা। গতকাল শুক্রবার রাতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে ডেভিড 'কিলার' মিলারের সঙ্গে যৌথভাবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন।
তার ৪৩ বলে ১১৮ রানের বিধ্বংসী ইনিংসে ছিল ১২টি বাউন্ডারি আর ১০ ছক্কার মার। ওই ম্যাচসহ এ বছর তিন ফরম্যাটে সর্বমোট ৬৪টি ছক্কা মারলেন রোহিত। যা এক বছরে তিন ফরম্যাট মিলিয়ে কোন একক ক্রিকেটারের সর্বোচ্চ ছক্কার বিশ্বরেকর্ড। ভারপ্রাপ্ত ভারত অধিনায়কের পেছনে পড়ে গেলেন বিধ্বংসী প্রোটিয়া ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স।
২০১৫ সালে তিন ফরম্যাট মিলিয়ে ৩২ ম্যাচের ৩৪ ইনিংসে ৬৩টি ছক্কা মেরেছিলেন ডি ভিলিয়ার্স। ঐ বছর ১৭২টি বাউন্ডারিও মেরেছিলেন তিনি। তবে এক্ষেত্রে ডি ভিলিয়ার্সকে পেছনে ফেলতে পারেননি রোহিত। চলতি বছর এখন পর্যন্ত ৩১ ম্যাচের ৩২ ইনিংসে ১৬২টি চার মেরেছেন রোহিত।
অবশ্য চলতি বছর এখনও একটি করে ম্যাচ রয়েছে রোহিত ও ডি ভিলিয়ার্সের।
শ্রীলঙ্কার বিপক্ষে আগামীকাল সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি খেলতে নামবেন রোহিত। আর ২৬ ডিসেম্বর থেকে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম চারদিনের টেস্ট খেলতে নামবেন ডি ভিলিয়ার্স।  

এক বছরে তিন ফরম্যাটে সর্বোচ্চ ছক্কা হাঁকানো সেরা পাঁচ ব্যাটসম্যান:
ক্রিকেটার
ম্যাচ
ইনিংস
রান
চার
 ছক্কা
 বছর
রোহিত শর্মা (ভারত)
৩১
৩২

১৬২
৬৪

এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা)
৩২
৩৪
১৮৪৫
১৭২
৬৩
২০১৫
ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ)
২৬
২৯
১০৩১
৯৩
৫৯
২০১২
শেন ওয়াটসন (অস্ট্রেলিয়া)
৩৪
৩৮
১৫৯৯
১৭৭
৫৭
২০১১
শহিদ আফ্রিদি (পাকিস্তান)
৩১
৩৬
১১৫০
১১৭
৫৬
২০০৫

No comments

Powered by Blogger.