Header Ads

Header ADS

ফিলিপাইনে ঘূর্ণিঝড় ও ভূমিধ্বসে নিহত ৩০

ফিলিপাইনে ভয়াবহ ঘূর্ণিঝড়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়ে ৩০।
শনিবার দেশটির দক্ষিণাঞ্চলীয় এক পাহাড়ি গ্রামে ভূমিধ্বসের ঘটনায় আরো ক'জন মানুষ প্রাণ হারান। এর আগে গতকাল শুক্রবার মিন্দানাও দ্বীপপুঞ্জের টুবোদ গ্রামে ১৯ জনের মৃত্যুর খবর জানা গিয়েছিলো। টেম্বিন নামক ওই ঘূর্ণিঝড়ে সৃষ্ট বন্যা আর ভূমিধ্বসে সম্পূর্ণ একটি গ্রাম মানচিত্র থেকে মুছে গেছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছেন। দুই হাজার জনসংখ্যার ওই গ্রামটিতে আরো মৃতদেহের সন্ধানে কাজ করছে পুলিশ, সেনা ও স্বেচ্ছাসেবীরা। উল্লেখ্য, প্রতি বছর গড়ে ২০টি ঘূর্ণিঝড়ে আক্রান্ত হয় ফিলিপাইন।

No comments

Powered by Blogger.