Header Ads

Header ADS

ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুসহ দু’জনের মৃত্যু

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া গ্রামে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার বলদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ইঁদুরের হাত থেকে রক্ষা পেতে ধান ক্ষেত বৈদ্যুতিক তার দিয়ে ঘিরে রেখেছেন কৃষকেরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে রেজাউল ও প্রতিবেশী ফরিদ ধান ক্ষেতের পাশ দিয়ে মাছ ধরার জন্য যাওয়ার সময় ওই তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। টের পেয়ে স্থানীয় লোকজন দু’জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নেছারাবাদ সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী শাহনেওয়াজ সাংবাদিকদের কাছে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

No comments

Powered by Blogger.