বিশ্বকাপে ইংল্যান্ড ফুটবলারদের সঙ্গে স্ত্রী-বান্ধবী নিষিদ্ধ!!!
আগামী ১৪ জুন শুরু হবে রাশিয়া বিশ্বকাপ। এই আসরে অংশ নিবে ইংল্যান্ড। দলটির ম্যানেজার গ্যারেথ সাউথগেট বিশ্বকাপে খেলোয়াড়দের পরিবারকে রাশিয়ায় যেতে উদ্বুদ্ধ করেছেন। কিন্তু খেলোয়াড়রা যে হোটেলে থাকবে সেই হোটেলে খেলোয়াড়দের স্ত্রী-বান্ধবীরা থাকতে পারবেন না। খেলোয়াড়রা যেখানে থাকবেন তার থেকে ৩০ মাইল দূরের কোনো হোটেলে থাকতে পারবেন খেলোয়াড়দের স্ত্রী-বান্ধবীরা।
ইংল্যান্ড যখন ভলগোগ্রাদ, নিঝনি নভোগ্রাদ ও কালিনিনগ্রাদে তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলবে তখন তাদের সাথে তাদের স্ত্রী-বান্ধবীরা ভ্রমণ করতে পারবেন না। আর ম্যাচের আগের রাতেও খেলোয়াড়দের হোটেলে তাদের স্ত্রী-বান্ধবীরা থাকতে পারবেন না। তবে, ম্যাচের পরের দিন হোটেলে খেলোয়াড়রা ক্লান্তি দূর করতে বা নিজেদের চাঙ্গা করে তুলতে পরিবারের সঙ্গে সময় কাটাতে পারবেন।
No comments