সোনমের বিয়ের আংটির দাম জানলে চমকে যাবেন!
ছবিঃ সোনম কাপুর |
বলিউড তারকা সোনম কাপুরের বিয়ে নিয়ে আলোচনার ইতি যেন হচ্ছেই না। একের পর এক বিষয় উঠে আসছে খবরের পাতায়। আর সঙ্গে সঙ্গে তার বিয়ে নিয়ে আলোচনা আবারো গতি পাচ্ছে। জমকালো আয়োজনে প্রেমিক আনন্দ আহুজাকে বিয়ে করেছেন সোনম। এই আয়োজনের বিভিন্ন দিক আলোচিত হয়েছে।
এবার আলোচনার টেবিলে উঠে এসেছে সোনমের বিয়ের আংটির দাম। বেশ চড়া দামে কেনা হয়েছে তার বিয়ের আংটি। ভারতীয় গণমাধ্যম জানায়, বিয়েতে আনন্দ আহুজা সোনমকে যেই আংটি দিয়েছেন, সেটার দাম ৯৫ লাখ রুপি! অর্থাৎ সোনমকে প্রায় কোটি রুপির আংটি উপহার দিয়েছেন আনন্দ।
মুম্বাইয়ের প্রভাবশালী ব্যবসায়ী আনন্দ আহুজা ৩ হাজার কোটি রুপির সম্পত্তির মালিক। তাই স্ত্রীকে এমন দামি গিফট দেয়া তার পক্ষে খুব স্বাভাবিকই বটে।
No comments