বলিউড তারকাদের নিজের প্রথম কার কেমন ছিল ? (ছবিসহ)
Photo Credit : Movified |
সবাই সোনার চামচ মুখে নিয়ে জন্মায় না , এটা আমরা সবাই জানি ঠিক তেমনি আজকে আমরা বলিউডের বড় বড় তারকাদের দেখলে ভাবি তারা হয়তো সবসময় ই কোটিপতি ছিল কিন্তু বাস্তবে তা নয় ।
সবাই অনেক সংগ্রাম করে আজকের অবস্থানে এসেছে , আর আজকে আমরা বলিউড তারকাদের বর্তমান লাইফস্টাইল নয় ,দেখবো তাদের প্রথম কার কেমন ছিল ।
১। শাহরুখ খান - মারুতি ওমনি
Credit : Red Chillies and Suzuki |
২। আলিয়া ভাট - অডি
Credit : Red Chillies and Audi |
৩। অক্ষয় কুমার - ফিয়াত
Credit : Viacom18 and Fiat |
অক্ষয় তার প্রথম গাড়ি কিনেছিল ২৮,০০০ রুপি দিয়ে একটি পুরাতন বা সেকেন্ড হ্যান্ড ফিয়াত
৪। অমিতাভ বচ্চন - ফিয়াত
Image Sources: Nariman Films and Fiat |
বিগ বির প্রথম কার ও ছিল সেকেন্ড হ্যান্ড ,প্রথম ছবি মুক্তির কিছুদিন পরেই কলকাতায় তিনি এই কারটি কিনেন
৫। কঙ্গনা রানাত - অডি সিরিজ ৭
Image Sources: Wave Cinemas and Audi |
কঙ্গনা তার সাফল্য দিয়ে মাত্র ২১ বছর বয়সেই প্রথম কার কিনে ফেলেন
৬। সালমান খান - ফোর্ড মস্তাঙ্গ
Image Sources: Mukta and Ford |
ভাইজানের প্রথম গাড়ি গিফট করেছিল তার বাবা সেলিম খান
৭। কাজল - মারুতি এস্টেইম
Image Sources: Red Chillies and Suzukia |
কাজল তার ক্যারিয়ারের মাঝামাঝি সময়ে নিজের টাকায় এই গাড়িটি কিনে
No comments