প্রশ্নপত্র ফাঁসের কারনে হ্মতির প্রভাব আমাদের অতি নিকটে
আমাদের দেশে প্রশ্ন ফাঁস এখন একটা সাধারন বিষয় । কিন্তু এর প্রভাব নিয়ে সরকারের কেউ ই তেমন মাথা ঘামাচ্ছেন না । প্রশ্ন ফাঁস রোধ করা সম্ভব না হলে চোখের সামনে আমাদের জাতির অবক্ষয় দেখতে হবে ।
আমাদের জন্য তিনটি পথই শুধু খোলা থাকল: এক. আমাদের সেই চিরাচরিত অস্বীকার করার এবং দায় এড়িয়ে যাওয়ার অভ্যাসের আরেক দফা চর্চা করে বিষয়টিকে আমরা গুরুত্বহীন করে দিতে পারি, দুই. একটি তদন্ত কমিটি করে কিছুদিন হইচই করে, নানাবিধ আওয়াজ তুলে, একসময় আমরা চুপ করে যেতে পারি এবং তিন. কোমর বেঁধে সর্বশক্তি নিয়ে এই সামাজিক ব্যাধিটি চিরতরে নির্মূল করার কাজে নামতে পারি।
-সৈয়দ মনজুরুল ইসলাম
No comments