স্বামীর ক্যারিয়ার বাঁচাতে সালমানের কাছে ছুটে গেলেন ঐশ্বরিয়া!
বলিউড স্টার অমিতাভ বচ্চনের মতো ছেলে অভিনেতা অভিষেক বচ্চন হিন্দি
সিনেমায় তেমন সাড়া জাগাতে পারেননি। ভালো অভিনয়, দুর্দান্ত স্ক্রিপ্ট, সেরা
নির্মাতা- কোনকিছুই অভিষেকের ক্যারিয়ারে সুফল আনতে পারেননি।
অপরদিকে তার পুরো পরিবারের পাশাপাশি স্ত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনও বলিউডে দারুণ সফল। স্বামীর ব্যর্থতাকে সাফল্যে রূপ দিতে নতুন পরিকল্পনা করেছেন বচ্চন ঘরের বউ।
জানা গেল, স্বামীর জন্য সাবেক প্রেমিক সালমান খানের শরণাপন্ন হয়েছেন ঐশ্বরিয়া। শোনা যাচ্ছে, ঐশ্বরিয়াই নাকি অভিষেকের জন্য সালমানের প্রাক্তন ম্যানেজারকে চূড়ান্ত করেছেন। রেশমার পরামর্শ অনুযায়ী এখন থেকে চলবে অভিষেকের ক্যারিয়ার।
সালমানের প্রাক্তন ম্যানেজার রেশমা শেঠি সালমানের সঙ্গে গত ন’বছর কাজ করেছেন। বলি মহলের খুঁটিনাটি তার নখদর্পণে। তিনিই এখন থেকে অভিষেকের হয়ে কাজ করবেন। আশা করা যাচ্ছে, এবার থেকে বলিউডে সফল ক্যারিয়ার গড়তে পারবেন অভিষেক বচ্চন। সূত্র: ইন্ডিয়া টুডে
অপরদিকে তার পুরো পরিবারের পাশাপাশি স্ত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনও বলিউডে দারুণ সফল। স্বামীর ব্যর্থতাকে সাফল্যে রূপ দিতে নতুন পরিকল্পনা করেছেন বচ্চন ঘরের বউ।
জানা গেল, স্বামীর জন্য সাবেক প্রেমিক সালমান খানের শরণাপন্ন হয়েছেন ঐশ্বরিয়া। শোনা যাচ্ছে, ঐশ্বরিয়াই নাকি অভিষেকের জন্য সালমানের প্রাক্তন ম্যানেজারকে চূড়ান্ত করেছেন। রেশমার পরামর্শ অনুযায়ী এখন থেকে চলবে অভিষেকের ক্যারিয়ার।
সালমানের প্রাক্তন ম্যানেজার রেশমা শেঠি সালমানের সঙ্গে গত ন’বছর কাজ করেছেন। বলি মহলের খুঁটিনাটি তার নখদর্পণে। তিনিই এখন থেকে অভিষেকের হয়ে কাজ করবেন। আশা করা যাচ্ছে, এবার থেকে বলিউডে সফল ক্যারিয়ার গড়তে পারবেন অভিষেক বচ্চন। সূত্র: ইন্ডিয়া টুডে
No comments