কুড়াল দিয়ে কুপিয়ে ভাবিকে হত্যা, দেবর আটক
কুড়াল দিয়ে কুপিয়ে ভাবিকে হত্যা, দেবর আটকঃ
জেলার শ্রীমঙ্গল উপজেলায় কুড়াল দিয়ে কুপিয়ে ভাবিকে হত্যা করেছে দেবর। এ ঘটনায় দেবর নুর মিয়াকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার
আলিশারকুল এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ছালেকা বেগম (৫৩) ওই গ্রামের
আলিশারকুল গ্রামের মিম্বর মিয়ার স্ত্রী।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) নজরুল ইসলাম বলেন, “নুর মিয়া কুড়াল দিয়ে ছালেকাকে অতর্কিত ৩ থেকে ৪টা
কোপ দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নুরকে আটক করা হয়েছে। তবে সে মানসিক
ভারসাম্যহীন বলে জানা গেছে।”
No comments