Header Ads

Header ADS

সেই বিতর্কের জবাব দিলেন সানি লিওন


সানি লিওন
বলিউড মাতানো পূর্বসূরি অভিনেত্রীদের স্মরণ করে প্রশংসায় ভাসালেন সানি লিওন। এই তালিকায় রয়েছেন শর্মিলা ঠাকুর, মন্দাকিনী, ডিম্পল কাপাডিয়া, রেখা, জিনাত আমন, মধুবালা। সঙ্গে জিনাতের একটি ছবি পোস্ট করে বলিউড অভিনেত্রী লিখেছেন, ‘‌তোমরা শিখিয়েছো, নিজের মতো থাকার মধ্যে কোনো অন্যায় নেই। নিজেকে চেনাটা খুবই দরকার। এই শিক্ষাটা তোমাদের কাছ থেকে পেয়েছি। তোমাদের ধন্যবাদ।’‌
ভারতীয় গণমাধ্যম বলছে, সানি লিওন এমন এক সময় পূর্বসূরিদের প্রশংসা করলেন, যার কিছুদিন আগেই অশালীনতা ও ভারতীয় সংস্কৃতিকে আঘাত দেওয়ার অভিযোগে কর্নাটকে বাতিল করা হয়েছে সানির শো। এমনকি সেই শো নিয়ে তুমুল বিতর্কও তৈরি হয়েছিল।
তবে এটা নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি সানি। অনেকেই মনে করছেন জিনাত, মন্দাকিনীদের মতো ‘‌হট ইমেজ’‌–এর নায়িকাদের নাম জড়িয়ে পোস্ট করে সেই বিতর্কেরই জবাব দিলেন সাবেক এই পর্নোস্টার।

No comments

Powered by Blogger.