Header Ads

Header ADS

জেনে নিন এবার কোনদেশে কয়ঘন্টা রোজা !

আত্মশুদ্ধির বার্তা নিয়ে বছর ঘুরে ফিরে আসে পবিত্র রমজান মাস। প্রতিটি মুসলমানের আত্মার পরিশুদ্ধতার মাস এই রমজান। কিন্তু সেই রোজাই কারো কারো জন্য হয়ে ওঠে অপেক্ষাকৃত কঠিন, কারো জন্য অনেক সহজ। রোজা পালন সে তো সূর্যের অবস্থানের ভিত্তিতে। সূর্যোদয়ের আগেই খেয়ে নিতে হবে সেহরি। আর ইফতার করতে হবে সূর্যাস্তের পর। এর মাঝে নেই কোনো খাদ্য গ্রহণের সুযোগ। তার পরও মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিমিত্তে রোজা পালন করে থাকেন।
বিশ্বের কোনো কোনো দেশে ধর্মপ্রাণ মুসলমানদের ইফতারের দু’ঘণ্টা পরই সেহরি খেতে হয়৷ অর্থাৎ তাদের জন্য রোজা ২২ ঘণ্টার৷ তবে এবারের বছরের সবচেয়ে বড় রোজা পালন করবে ইউরোপের দেশ গ্রিনল্যান্ড যেখানে ২১ ঘণ্টা ২ মিনিট রোজা রাখতে হবে। আর সবচেয়ে ছোট পালন করবে দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনায়। তারা পালন করবে মাত্র ১১ ঘণ্টা ৩২ মিনিট।
চলুন দেখে নেওয়া যাক এবারের পবিত্র রমজান মাসে সবচেয়ে দীর্ঘ ও ছোট রোজা পালন করবে যেসব দেশ-
গ্রিনল্যান্ডঃ ২১ ঘণ্টা ২ মিনিট
আইল্যান্ডঃ ২১ ঘণ্টা
ফিনল্যান্ডঃ ১৯ ঘণ্টা ৫৬ মিনিট
নরওয়েঃ ১৯ ঘণ্টা ৪৮ মিনিট
ডেনমার্কঃ ১৯ ঘণ্টা
বেলজিয়াম ও জার্মানিঃ ১৮ ঘণ্টা

স্পেনঃ 
১৭ ঘণ্টা
মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়াঃ ১৬ ঘণ্টা
কুয়েত, ইরাক, সৌদি আরব, জর্ডানঃ ১৫ ঘণ্টা
ভারতঃ ১৫ ঘণ্টা
বাংলাদেশ, পাকিস্তানঃ ১৪ ঘণ্টা
সুদানঃ ১৩ ঘণ্টা
অস্ট্রেলিয়াঃ ১২ ঘণ্টা
ব্রাজিলঃ ১২ ঘণ্টা
আর্জেন্টিনাঃ ১১ ঘণ্টা ৩২ মিনিট

No comments

Powered by Blogger.